গুগল Adsense এর জন্য Apply কিভাবে করবেন ?গুগল অ্যাডসেন্স দিয়ে ব্লগ বা ওয়েবসাইট থেকে আয় করুন।
কিভাবে ব্লগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করবেন?
আজ আমি তোমাদের সামনে নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম।যা অতি সামান্য। আমরা সবাই ব্লগ ওয়েবসাইট তৈরি করি সেখান থেকে কিছু ইনকাম করার জন্য। তোমরা হয়তো ইতি মধ্যে জেনেছো যে ব্লগে ওয়েবসাইটে কিভাবে অ্যাডসেন্স অ্যাড করতে হয়। তারপর আমি তোমাদের মাঝে এই ট্রিকসটি শেয়ার করলাম। তোমরা হয়তো সবাই জান যে ব্লগ ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাড করতে হলে একটি কাস্টম ডোমেইন প্রয়োজন। তাহলে সবাই বলতে পার যে ভাই কাস্টম কেন প্রয়োজন ? আপনার যে ব্লগ সাইটটির সেটাতে অ্যাডসেন্স অ্যাড বসাতে হলে একটি কাস্টম ডোমেইন কিনতে হবে।তা না হলে গুগল অ্যাডসেন্স আপনার ব্লগ সাইটটি অ্যাডসেন্সের অনুমোদন দেবে না। আমার আরো দুইটি পোস্ট রয়েছে ব্লগ সম্পর্কে পোস্টগুলো হল। কিভাবে ব্লগ সাইটে ডোমেইন অ্যাড করতে হয়?
অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কাস্টম ডোমেইন কি?
ডোমেইন কি?
ডোমেইন হচ্ছে একটি ওয়েবসাইটের নাম।যে নাম দ্বারা আপনার বিজিটর ওয়েবসাইটি খুজে পাবে।যেমনঃ আমরা যদি প্রথমে একটি ব্যবসা উদ্দেশ্যে দোকান খুলে থাকি আর সেই দোকানে একটি নাম দেই। আর সেই নাম হল ওয়েবসাইটে ডোমেইন।
আমার এই পোস্ট A to Z দেখলে সবাই ব্লগ ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাড করতে পারবেন ইনসাআল্লাহ ।
তাহলে শুরু করা যাক
প্রথমে ব্লগ সাইটটি Sing In করতে হবে। তারপর সেখান থেকে Earning অপশনে যান।
তারপর দেখুন লেখা আছে Sing Up for Adsense ক্লিক দিন।
Sing Up for Adsense ক্লিক দেওয়ার পর দেখুন দুইটি অপশন রয়েছে।আপনাদের যদি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে Sing In ক্লিক দিন।আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে Creates Adsense ক্লিক দিয়ে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পার।
দেখুন আমি কিছু দিন আগে অ্যাডসেন্স জন্য আবেদন করছিলা।গুগল অ্যাডসেন্স আমার ব্লগ ওয়েবসাইটি অনুমোদন দিয়ে দিছে।
Created by sora template ai gola change kora jay na ......
ReplyDeleteNa vai eta free theme. Custom theme hole change kora zetu.
ReplyDeletehello,
ReplyDeleteআমার সাইট এর বয়স ১ বছর কিন্তু ডোমেইন নতুন। আমি কি অ্যাডসেন্স এ আবেদন করতে পারব।
Parben
Deleteপারবেন।।
Delete