আসল Samsung স্মার্টফোন চিনবেন কিভাবে? [ব্লগ টিউটোরিয়াল]
আসল স্যামসাং ফোন চেনার উপায় ।
আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।বর্তমানে দেশে নকল স্মার্টফোন বেশি। আমারা অনেক সময় নকল স্মার্টফোন আসল ভেবে কিনে ফেলি,কিন্তু আমরা কি জানি এটা আসল না নকল ।আজ আমি তোমাদের আসল স্যামসাং মোবাইল চেনার উপায় বলবো।
আমরা যারা beginners ইউজার আছি তারা হয়তো জানিনা কী ভাবে আমাদের SAMSUNG মোবাইলটি আসল না নকল এটা বুঝব।
স্যামসাং মোবাইল চেনার উপায়
- আপনার ফোনের আইএমইআই (IMEI) নাম্বার দিয়ে যাচাই করে নিতে পারেন। এই ঠিকানায় গিয়ে আইএমইআই নাম্বারটি প্রবেশ করিয়ে চেক বাটনে প্রেস করলেই আপনার ফোনের কিছু তথ্য দেখাবে।ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে।নকল সেটে এটি কখনোই আসবে না।
- আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর,*#০*# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *#০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।
আমাদের যে কাজ করতে হবে:-
১. অরজিনাল নাকি নকল যে ফোনটি চেক করতে চান সেটি হাতে নিন এবং ডায়াল করুন *#0*#২. তারপর কিছু বাটন দেখতে পাবেন, সেখান থেকে সেন্সর (Sensor) লিখাতে টাচ করুন।
৩. এবার উপরে ডান পাশে ইমেজ টেস্ট (Image Text ) লিখাটাতে টাচ করুন।
৪. টাচ করার পর যদি কুকুর ছানার ছবি আসে তাহলে এটা জেনুইন।
৫. আর যদি ফুল, প্রকৃতি কিংবা জেব্রা আসে তাহলে বুঝতে হবে এটা নকল ডিভাইস তবে আর দেরী কেন এখনই চেক করুন আপনার হাতে থাকা স্যামসাং স্মার্টফোনটি।
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
No comments